
ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে ব্যবসায়ী শমী কায়সার। বর রেজা আমিন সুমনও একজন ব্যবসায়ী। রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
নির্মাতা চয়নিকা চৌধুরী বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গণমাধ্যমে শমীর বিয়ের বিষয়টি নিশ্চিতও করেন।
৯০ এর দশকে ছোট পর্দা মাতানো শমী কায়সার অভিনয় নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্ষ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানাসহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। লালন (২০০৪), হাছন রাজার মতো দর্শক প্রিয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে পুরোদস্তুর ব্যবসায়ী শমী কায়সার এখন ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক। ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমীর এটি তৃতীয় বিয়ে। তার মা সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর বোন পান্না কায়সার একজন লেখিকা ও সাবেক সংসদ সদস্য। এর আগে ১৯৯৯ সালে শমীর অর্ণব ব্যানার্জী রিঙ্গো নামে এক ভারতীয় নাগরিকের সাথে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে একজন বাংলাদেশীর সঙ্গেও বিয়ে হয়েছিলো বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছিলো।