
সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণার্থে গঠিত ‘আলোর পথে’
সংস্থাকে দেড় কোটি টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফাহিম আহমদ ফারুক চৌধুরী ও রানা লায়লা হাফিজ এবং এমডি ও সিইও মো. আব্দুল হালিম চৌধুরী, এএমডি ও সিওও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।