Fahmida Nabi's 'Mind'

ফিচার প্রতিবেদক

মন শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ২১ নভেম্বর গানটির রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। গানটি লিখেছেন গীতিকবি জামাল হোসেন এবং সুর করেছেন এসআই শহীদ। সংগীতায়োজন করেছেন সালমান।

নতুন গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, অনেক দিন পর গজল আঙ্গিকের একটি গান গেয়েছি। গানটির কথার সঙ্গে সুরের চমত্কার সমন্বয় রয়েছে। গানটি নিয়ে অনেক আশাবাদী আমি। আশা করছি সব শ্রেণীর শ্রোতা-দর্শকের ভালো লাগবে এটি।

গীতিকার জামাল হোসেন জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে রঙ্গন মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

ফাহমিদা নবী সম্প্রতি সংগীতশিল্পী আগুনের সঙ্গে ফুয়াদ নাসের বাবুর সুরে নতুন একটি গানেও কণ্ঠ দিয়েছেন। গানটি নিয়েও আশাবাদী তিনি। এছাড়া তিনি কবির বকুলের কথায় বাপ্পা মজুমদারের সুর সংগীতে আরো একটি গান করেছেন বলে জানান। এতে তার সহশিল্পী হিসেবে আছেন নতুন একজন কণ্ঠশিল্পী।

Array ( [0] => photo_56_2.gif [1] => photo_37_2.png )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন