পেনসিলভানিয়াতেও আশাহত হলেন ট্রাম্প

বণিক বার্তা ডেস্ক

গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে হেরে যাওয়া অঙ্গরাজ্যগুলোয় একের পর এক মামলা করেছিলেন ট্রাম্প ও তার শিবির। তবে তাতে লাভ হলো না খুব একটা। উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশির ভাগ জায়গাতেই খারিজ হয়ে যাচ্ছে মামলাগুলো। এ তালিকায় সবশেষ যোগ হলো গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া। শনিবার ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়ার এক জেলা জজ আদালত। খবর বিবিসি।

রিপাবলিকানদের অবশ্য মামলাটিতে জেতার সম্ভাবনা বরাবরই কম ছিল। তবে ট্রাম্পের সমর্থক ও তার লিগ্যাল টিম, বিশেষ করে প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিলিয়ানি পেনসিলভানিয়ার ফেডারেল বিচারকদের ওপর ভরসা করে জেতার আশা ধরে রেখেছিলেন। তবে রাজ্যটির সুপরিচিত রিপাবলিকান বিচারক ম্যাথু ব্র্যান ট্রাম্প সমর্থকদের সেই দাবি বাতিল করে দিয়েছেন।

শনিবার মার্কিন জেলা আদালতের এ বিচারক লিখেছেন, ‘বাদীরা আদালতকে প্রায় ৭০ লাখ ভোটারকে অধিকারবঞ্চিত করতে বলেছে। নির্বাচনী প্রতিযোগিতায় বাদীরা যে জালিয়াতির বিষয়ে প্রতিকার চেয়েছে, বাস্তবে তেমন কোনো ঘটনা খুঁজে পাননি এ আদালত।’

অঙ্গরাজ্যটিতে এত বিপুলসংখ্যক ভোট বাতিলের দাবির সপক্ষে ট্রাম্প শিবিরের আইনজীবীরা বাস্তবিক প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এ বিচারক।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ী হওয়ার ফল পাল্টে দিতে পেনসিলভানিয়াতে মামলায় জেতা খুবই জরুরি ছিল ট্রাম্পের।

Array ( [0] => photo_37_2.png [1] => photo_56_2.gif )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন