
আনোয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন স্মরণে ‘হৃদয়ে বড় সাহেব’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ঢাকা চেম্বার
অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তার ছেলে
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন,হোসেন মেহমুদ,হোসেন খালেদ সহ পরিবারের অন্য
সদস্যরা।
স্মরণসভায় গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা
স্মৃতিচারণ করেন এবং আনোয়ার হোসেনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন,
আনোয়ার হোসেন শুধু ব্যবসা নয়, দেশ ও জাতি এবং সমাজের কল্যাণেও ছিলেন এক নিবেদিত প্রাণ।
তার মৃত্যুতে আনোয়ার গ্রুপ হারিয়েছে অভিভাবক এবং জাতি হারিয়েছে এক কৃতি সন্তানকে।তার
মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
সভায় আনোয়ার হোসেনের জীবনদর্শন
ও কর্মময় জীবন সম্পর্কিত ভিডিও প্রদর্শিত হয়।আনোয়ার গ্রুপের ১৪ হাজার কর্মী ফেসবুক
লাইভের মাধ্যমে এ সভায় অংশ নেন।