আবার পেছাচ্ছে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

আবারো পিছিয়ে যাচ্ছে ২০২১ সালের জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম। আগামী ২৫ অক্টোবর থেকে জনশুমারি হওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে জনশুমারি ও গৃহগণনা কবে হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।

শুরুতে চলতি বছরের জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে পরিচালনা করার পরিকল্পনা ছিলো। সেটি করোনা মহামারীর কারণে সেটি ৯ মাস পিছিয়ে আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই এক সপ্তাহের মধ্যে সারা দেশের মানুষকে গণনার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছিল। যে পরিকল্পনা আবারো পেছানো হচ্ছে।

মন্ত্রী বলেন, মাঠপর্যায়ে আর শুমারি করা হবে না। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা বেশ ঝামেলার কাজ। এছাড়া প্রকল্পের জন্য কেনাকাটা করা ও টেন্ডার করাও ঝামেলার। তিনি বলেন, আমার বিশ্বাস এমন একটা সময় আসবে যখন আর টেন্ডারের প্রয়োজন হবে না। আঙুলের একটি ক্লিকেই মিলবে শুমারির সব তত্য। এক সময় ঘড়ির কাটার মতো জনশুমারির তথ্য টিকটিক করে দেশের জনসংখ্যার কথা জানান দেবে।

এসময় যেকোনো কাজ করতে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তিদনি বলেন, কাজ করতে গিয়ে সঠিকভাবে ব্যয় করতে হবে। যেকাজে এক পয়সা প্রয়োজন সেকাজে সোয়া পয়সা বা আধা পয়সা ব্যয় করা যাবে না। যেখানে যেটুকু প্রয়োজন সেটুকুই খরচ করতে হবে। তাহলেই উন্নয়ন সম্ভব হবে।

Array ( [0] => photo_56_2.gif [1] => photo_37_2.png )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন