
তিনটি
টি২০ ও দুটি টেস্ট খেলতে আগামী নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। টি২০
সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর, এরপর দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৬ নভেম্বর।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি২০ সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল।
২০১৬ সালের এশিয়া কাপ টি২০ আসরের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র-২ এর অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
এ
সিরিজের আগে দুই দলই অংশ নেবে আইসিসি টি২০ বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব
আমিরাত ও ওমানে।
সিরিজের সূচি
১৯
নভেম্বর: প্রথম টি২০, মিরপুর
২০
নভেম্বর: দ্বিতীয় টি২০, মিরপুর
২২
নভেম্বর: তৃতীয় টি২০, মিরপুর
২৬-৩০
নভেম্বর: প্রথম টেস্ট, চট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম