
হার্ডকোর মাসালা ‘জাওয়ান’ শাহরুখ খানের ফিল্মোগ্রাফিতে অতিউচ্চতায় থাকবে। পরিচালক তাকে দৃঢ় একটি চরিত্রে উপস্থাপন করেছেন। যা ‘পাঠান’কেও ছাড়িয়ে যাবে। তরণের মতে, সিনেমাটি দর্শক হৃদয় ও বক্স অফিস উভয়ই জয় করে নেবে।
‘ওয়ান ওয়ার্ড রিভিউ’তে তিনি জানান, তীক্ষ্ণ চিত্রনাট্য, মনোযোগ ধরে রাখা দৃশ্য, দুর্দান্ত অ্যাকশন, লার্জার দেন লাইফ ফ্রেম, দারুণ সাউন্ডট্র্যাক কখনো গতি ও শক্তি হারায়নি। বিশেষ করে দুই গ্ল্যাডিয়েটর শাহরুখ খান ও বিজয় সেতুপতি লড়াই ‘জাওয়ান’-এর মূল চালিকা শক্তি।
তরণ আদর্শের মতো অভিনেতারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বিজয় সেতুপতি থেকে নয়ন তারা, দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত- প্রত্যেকের চরিত্র উজ্জ্বলভাবে লেখা।
সংক্ষিপ্ত রিভিউয়ের শেষে শাহরুখ প্রসঙ্গে আসেন এ সমালোচক। তার মতে, ‘জাওয়ান’ একদমই শাহরুখের জন্য লেখা। এই সিনেমা বক্স অফিসে তুমুল গর্জন শোনাবে, এ কথা বলতে জন্য ভাগ্য গণনার প্রয়োজন পড়ে না।
পরপর ব্যর্থতার কারণে বেশ কয়েক বছর বিরতির পর জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেন শাহরুখ খান। সেই সিনেমাটি প্রায় ১১০০ কোটি রুপি আয় করেছে। ধারণা করা হচ্ছে, ‘জাওয়ান’-এর সাফল্য একেও ছাড়িয়ে যাবে। পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিনের আয় দাঁড়াবে ৭০ কোটি রুপি। আর বৈশ্বিক আয়ে শত কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।