
পরীক্ষামূলক যাত্রার প্রথম ট্রেনে লোকোমাস্টার হিসেবে আছেন এনামুল হক ও সহকারী লোকোমাস্টার এম এ হোসেন। গার্ড হিসেবে ট্রেন আছেন আনোয়ার হোসেন।
ট্রেনের যাত্রী হিসেবে পর্যবেক্ষণ করছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আরো উপস্থিত আছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়েল মহাপরিচালক মো. কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যশোর পর্যন্ত নতুন ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায়। কিন্তু পুরো এই পথটি এখনো নির্মাণ না হওয়াতে আপাতত ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করতে চায় সরকার।
চলতি মাসে আরো কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চালানোর পর আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আংশিক উদ্বোধন করবেন। পরের সপ্তাহে নামবে যাত্রীবাহী বাণিজ্যিক ট্রেন।
সম্প্রতি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন বণিক বার্তাকে জানিয়েছেন, ‘উদ্বোধনের দিন রেলপথটির তিনটি স্টেশন সিগন্যাল ব্যবস্থাসহ চালু করা হবে। স্টেশনগুলো হলো মাওয়া, পদ্মা (জাজিরা) ও শিবচর। এর বাইরে নিমতলা স্টেশনটিও চালুর চেষ্টা করা হচ্ছে।’