ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিডা কনফারেন্স হলে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।


তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোরাম উদ্বোধনে সম্মতি দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেবেন প্রধানমন্ত্রী।


সালমান এফ রহমান বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কমনওয়েলথে যোগদানের পর থেকে বাংলাদেশ সংগঠনটির একটি সক্রিয় অংশ ছিল। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বাংলাদেশকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির এক অসাধারণ সুযোগ করে দেবে।’  


তিনি বলেন, ‘ফোরাম চলাকালীন বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সামনে তার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলি প্রদর্শন করতে সক্ষম হবে। এটি সবার জন্য ইতিবাচক হবে।’ বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত সাড়ে ১৪ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।


 ফোরামে মোট ১২টি সেশনে বাংলাদেশ ও কমনওয়েলথের বিভিন্ন সদস্য দেশ হতে আগত সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। প্রায় ৩০০ জন বিদেশী অংশগ্রহণকারী, ১৩ জন বিদেশী মন্ত্রী ও সংসদ সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করবেন তারা। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সেশনগুলোতে এ বিষয়ে আলোচনা হবে।


অনুষ্ঠানে জানান হয়, কমনওয়েলথের আওতায় ৫৬টি দেশে ২ দশমিক ৫ বিলিয়ন মানুষ বসবাস করে, যা বিশ্বের মোট জনসংখ্যার এক- তৃতীয়াংশ। কমনওয়েলথ দেশসগুলোর সম্মিলিত জিডিপি ১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যা ২০২৭ সালের মধ্যে ১৯ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। কমনওয়েলথের নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশী রফতানি পণ্যের নতুন বাজার তৈরি ও বিদেশী বিনিয়োগ আকর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

Array ( [0] => photo_37_2.png [1] => photo_56_2.gif )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন