ভোজ্যতেল আমদানিতে ভারতের নতুন রেকর্ড

টানা দুই মাস ভোজ্যতেলের মজুদ বাড়াচ্ছে ভারত। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অন্তত চারজন ডিলার জানিয়েছেন, আগস্টে ভোজ্যতেল আমদানি ৫ শতাংশ বেড়ে রেকর্ড ১৮ লাখ ৫ হাজার টন হয়েছে। টানা দুই মাসে ১০ লাখ টনের বেশি পামঅয়েল কিনেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। খবর রয়টার্স।


ভারত বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল আমদানিকারক। দেশটির প্রধান ধর্মীয় উৎসব সামনে রেখে ব্যাপক হারে আমদানি বাড়ানোয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পামঅয়েলের মজুদ কমেছে। বাড়তি চাহিদার ফলে ভোজ্যতেলের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। সয়াবিন তেলের দাম বাড়ার পাশাপাশি এর প্রভাবে সূর্যমুখী তেল উৎপাদনকারী কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলোয়ও উদ্ভিজ্জ তেলের মজুদে চাপ পড়বে।

Array ( [0] => photo_37_2.png [1] => photo_56_2.gif )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন