তৃতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিক্রিতে শীর্ষস্থান থাকবে স্যামসাংয়ের

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ সিউলের পিয়ংতায়েকে স্যামসাং ইলেকট্রনিকসের চিপ ম্যানুফ্যাকচারিং কারখানা ছবি: ইয়োনহাপ

বৈশ্বিক সেমিকন্ডাক্টর বিক্রিতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শীর্ষস্থান ধরে রাখবে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক মেমোরি চিপের চাঙ্গা চাহিদার ঙপর দাঁড়িয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ইয়োনহাপ।

বাজার গবেষক প্রতিষ্ঠান আইসি ইনসাইটসের সর্বশেষ ম্যাকক্লিন প্রতিবেদনে বলা হয়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২ হাজার ২৩২ কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিক্রি করতে যাচ্ছে স্যামসাং, যা আগের প্রান্তিকের চেয়ে ১০ শতাংশ বেশি। ইন্টেল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী চিপ কোম্পানির চেয়ে বেশ এগিয়ে থাকবে বিশ্বের বৃহত্তম এ মেমোরি সরবরাহকারী কোম্পানিটি।

ম্যাকক্লিন প্রতিবেদনে বলা হয়, তৃতীয় প্রান্তিকে ইন্টেলের আয় হতে পারে ১ হাজার ৮৭৮ কোটি ডলার, যা দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ৩ শতাংশ কম। শীর্ষ ১৫টি সেমিকন্ডাক্টর কোম্পানির মধ্যে শুধু ইন্টেলেরই বিক্রি কমতে যাচ্ছে।

বিশ্বের শীর্ষ ফাউন্ড্রি ফার্ম টিএসএমসি সেমিকন্ডাক্টর বিক্রিতে তৃতীয় স্থান ধরে রাখবে। তৃতীয় প্রান্তিকে তাইওয়ানভিত্তিক কোম্পানিটির বিক্রি হতে পারে ১ হাজার ৪৭৫ কোটি ডলার, যা আগের প্রান্তিকের চেয়ে ১১ শতাংশ কম। ১ হাজার ১৩ কোটি ডলার বিক্রির মাধ্যমে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চতুর্থ স্থানে থাকবে দক্ষিণ কোরিয়াভিত্তিক এসকে হাইনিক্সের।

শীর্ষ ১৫টি সরবরাহকারী প্রতিষ্ঠানের সেমিকন্ডাক্টর বিক্রি ৭ শতাংশ বেড়ে ১১ হাজার ১৫২ কোটি ডলারে দাঁড়াতে পারে।

Array ( [0] => photo_56_2.gif [1] => photo_37_2.png )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন