জাপানিজ রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে

জাপানিজ রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে। টানা ছয়দিন ঊর্ধ্বমুখী থাকার পর সম্প্রতি এর দাম কিছুটা কমেছে। চীনের মন্থর অর্থনীতি ও জ্বালানি তেলের মূল্য পতনের কারণে দেশটিতে রাবারের বাজার নিম্নমুখী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।


ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে রাবারের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ৪ দশমিক ২ ইয়েন কমে কেজিপ্রতি ২২৯ দশমিক ৮ ইয়েন দাঁড়িয়েছে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জানুয়ারি সরবরাহ চুক্তি ৩০ ইউয়ান কমে প্রতি টন ১৪ হাজার ১৯৫ ইউয়ানে সমাপ্ত হয়েছে।


বাজার বিশ্লেষকরা বলছেন, লম্বা সময় ধরেই অর্থনীতিতে গতি ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন। কিন্তু এ পর্যন্ত ইতিবাচক কোনো ফল পায়নি দেশটি। তার ওপর দেশটির আবাসন খাতে চলছে টালমাটাল পরিস্থিতি। ফলে ঝুঁকিতে রয়েছে রাবারের চাহিদা।


সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, টোকিওর নীতিনির্ধারকরা এ কথা বিশ্বাস করেন, চীনের বিদ্যমান গভীরতর অর্থনৈতিক সমস্যা জাপানের ভঙ্গুর অবস্থা পুনরুদ্ধারে আঘাত করতে পারে। বিশেষ করে বেইজিং যদি অর্থপূর্ণভাবে তাদের চাহিদা বাড়াতে ব্যর্থ হয়। অন্যদিকে দুর্বল ইয়েন শক্তিশালী ডলারের বিপরীতে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ডলারের বিপরীতে জাপানিজ মুদ্রাটির সর্বশেষ বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৪৭ দশমিক ৬৬ ইউয়ানে।

Array ( [0] => photo_37_2.png [1] => photo_56_2.gif )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন