পেলেকে টপকে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা নেইমার

তিনবারের বিশ্বকাপজয়ী পেলেকে পেছনে ফেলে ব্রাজিলের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার জুনিয়র। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ দেশের বেলেম শহরে বলিভিয়ার বিপক্ষে দুই গোল করেন তিনি। বিশ্বকাপের বাছাইপর্বের এ ম্যাচে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। খবর ইএসপিএন।


পেলে ১৯৫৭ থেকে ১৯৭১ সালের মধ্যে ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করেছিলেন। আল হিলাল ফরোয়ার্ড এখন ১২৪টি আন্তর্জাতিক খেলায় করেছেন ৭৯টি গোল।

Array ( [0] => photo_56_2.gif [1] => photo_37_2.png )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন