ডেভেলপার কনফারেন্স করবে ওপেনএআই

প্রথমবারের মতো ডেভেলপার কনফারেন্স ডেকেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এ কনফারেন্স আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের ওয়েবসাইটে বুধবার এ ঘোষণা দেয়া হয়েছে। 


প্রতিষ্ঠানটি বলছে, ওপেনএআই ডেভ ডে ইভেন্ট শীর্ষক একদিনের এ আয়োজনে মূল বক্তব্য দেবেন তাদের প্রযুক্তিগত টিমের সদস্যরা। তারা নতুন টুলস ও এক্সচেঞ্জ আইডিয়া তুলে ধরে বিষয়গুলো অংশগ্রহণকারীদের চিন্তাশক্তির ওপর ছেড়ে দেবেন। এছাড়া একটি ব্রেকআউট সেশন থাকবে। অর্থাৎ সম্মেলনে অংশগ্রহণকারীরা ছোট দলে ভাগ হয়ে আরো বিস্তারিত আলোচনার সুযোগ পাবেন। 


Array ( [0] => photo_37_2.png [1] => photo_56_2.gif )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন