
কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হলেন তিনি। সোমবার ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলংকার ম্যাচে এ ঘটনা ঘটল।
ইনিংসের ২৫তম ওভারের বল করছিলেন সাকিব আল হাসান। তার ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান শ্রীলংকার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ৪১ রানে ফিরে যান লংকান এই ব্যাটার।
এরপর উইকেটে নেমে স্ট্রাইক নেয়ার কথা লংকান মিডল অর্ডার এবং অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের। কিন্তু সম্ভবত ভুল হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাথিউজ। যে কারণে তিনি ঠিকমত মাথায় হেলমেট পরিধান করতে পারছিলেন না। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস।বারবার স্ট্রিপ লাগানোর চেষ্টা করছিলেন। তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথুস। তারপর হেলমেট স্ট্র্যাপে সমস্যা বুঝতে পেরে তা বদলে আনতে বলেন তিনি। তখনও তাকে ক্রিজে পৌঁছাতে না দেখে তার বিরুদ্ধে আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন সাকিব। ম্যাথুজকে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়াররা।
ক্রিকেট খেলার আচরণবিধিতেই রয়েছে, ওয়ানডে ক্রিকেটে একজন ব্যাটার আউট হওয়ার ৩ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে ক্রিজে এসে স্ট্রাইক নিতে হবে। না হলে তাকে টাইমড আউট দিতে পারবেন আম্পায়ার। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দেখলেন, নতুন ব্যাটার ম্যাথিউজ ৩ মিনিটের মধ্যে স্ট্রাইক নিতে পারেননি। এ কারণে তিনিও আউটের আবেদন জানান।