ক্লিওপেট্রা হবেন গাল গাদত

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২০

ফিচার ডেস্ক

ওয়ান্ডার উইম্যানখ্যাত অভিনেত্রী গাল গাদতের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে দারুণ সব প্রকল্প। তার মধ্যে একটি হবে মিসরীয় সভ্যতার কিংবদন্তি রানী ক্লিওপেট্রার বায়োপিক।২০১৭ সালে ওয়ান্ডার উইম্যান দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। একই সঙ্গে সৌন্দর্য এবং কঠোর চরিত্র দিয়ে সমালোচকদের প্রায় বোবা বানিয়ে দিয়েছিলেন। এখন তিনি অপেক্ষা করছেন ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোরের মুক্তির। ছবিটি আসছে বড়দিনে মুক্তি পাওয়ার কথা। ওয়ান্ডার উইম্যানের দুই কিস্তিই পরিচালনা করেছেন প্যাটি জেনকিনস।

আবারো জুটি বাঁধতে যাচ্ছেন গাল গাদত প্যাটি জেনকিনস। গাদত এবার ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবি পরিচালনা করবেন প্যাটি জেনকিনস। ছবির চিত্রনাট্য লিখছেন লেটা কালোগ্রিডিস। একই সঙ্গে তিনি ছবির নির্বাহী প্রযোজকও।

ক্লিওপেট্রার বায়োপিক নিয়ে প্যাটির সঙ্গে নতুন প্রকল্পের বিষয়ে গাল গাদত নিজেও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নীল নদের এই বিখ্যাত রানীর গল্প প্রথমবার একজন নারীর চোখে দেখা হবে।

উল্লেখ্য, ১৯৬৩ সালে ক্লিওপেট্রা ছবিতে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর। ছবিটি চারটি বিভাগে অস্কার জিতেছিল। গাল গাদত এখন রেড নোটিস ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবিতে তাকে দেখা যাবে দ্য রকখ্যাত ডোয়াইন জনসন রায়ান রেনল্ডসের সঙ্গে।

 

সূত্র: পিংকভিলা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৮১৮০১৯৩-৪ (বিজ্ঞাপন), ৮১৮০১৯৬-৭ (সার্কুলেশন)

ই-মেইল: [email protected]