করোনামুক্ত হলেন মাহমুদউল্লাহ

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২০

করোনামুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে গত ৬ নভেম্বর পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়ার আগে রুটিন পরীক্ষা করানোর পর তার করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়ার দুই সপ্তাহ পার না হতেই করোনামুক্ত হলেন তিনি।

আজ মঙ্গলবার মাহমুদউল্লাহ নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল নমুনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। এর আগে দুই দফায় ‘পজিটিভ’ আসলেও শারীরিক তেমন সমস্যা ছিল না। এখন পুরোপুরি সুস্থ। আশা করি, দ্রুত ট্রেনিং শুরু করতে পারব।

আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। এই দলে আছেন সাকিব আল হাসানও।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৮১৮০১৯৩-৪ (বিজ্ঞাপন), ৮১৮০১৯৬-৭ (সার্কুলেশন)

ই-মেইল: [email protected]