২ মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনাবেচায় যোগসাজশের অভিযোগ

শেয়ারবাজারের ২ মিউচুয়াল ফান্ডের শেয়ার ক্রয়-বিক্রয়ে যোগসাজশের অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগের বিষয়ে বলা হয়, ‘ডিবিএইচ ফার্স্ট’ এবং ‘গ্রিন ডেল্টা’ নামে দুটি মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠানের শেয়ার যোগসাজশের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ‘ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ এবং তাদের সহযোগীদের জড়িত থাকার অভিযোগ তুলেছে শেয়ারবাজারে নিবন্ধিত ‘এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’।