বাজারে জেডকেটেকোর নতুন দুই অ্যাকসেস কন্ট্রোল ডিভাইস

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শীর্ষস্থানীয় বায়োমেট্রিক সলিউশন সরবরাহকারী জেডকেটেকো দেশের বাজারে নতুন ডিজাইনের দুটি অ্যাকসেস কন্ট্রোল ডিভাইস উন্মোচন করেছে। ডিভাইস দুটি হলো এসকেডব্লিউ-ভি এবং এসকেডব্লিউ-এইচ। দুটি ডিভাইসই পানিরোধী অ্যাকসেস কন্ট্রোল সেবা দিতে সক্ষম। ডিভাইস দুটির রয়েছে আইপি৬৫ সার্টিফিকেশন। পাশাপাশি ধাতব কেসিং যুক্ত চিক্লেট কিবোর্ড রয়েছে।

জেডকেটেকোর শক্তিশালী দুই ডিভাইস দিয়ে একই সঙ্গে পাসওয়ার্ড আরএফআইডি কার্ড ভেরিফিকেশন করা যায়। অর্থাৎ ব্যবহারকারী চাইলে ডিভাইসগুলোতে পাসওয়ার্ড কিংবা কার্ড দিয়ে অথবা উভয়ই ব্যবহার করে অ্যাকসেস কন্ট্রোল করতে পারবেন। ডিভাইসগুলোর অন্যতম ফিচার হচ্ছে, এতে কন্ট্রোল প্যানেল যুক্ত করে নেয়ার সুবিধা। যাতে সব রেকর্ড চাইলেই দেখা যাবে। এর ফলে এটি বাসাবাড়িতে কিংবা যেকোনো ছোট বা বড় প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে। উভয় ডিভাইস চার থেকে ছয় ডিজিটের অন্তত পাঁচ হাজার জনের পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৮১৮০১৯৩-৪ (বিজ্ঞাপন), ৮১৮০১৯৬-৭ (সার্কুলেশন)

ই-মেইল: [email protected]