প্রথম প্রান্তিক: স্কয়ার ফার্মা ও টেক্সটাইলের ব্যবসা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২০-২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্কয়ার গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের ব্যবসা বেড়েছে। ব্যবসা বাড়ার পাশাপাশি স্কয়ার ফার্মার মুনাফা বাড়লেও উত্পাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে মুনাফা কমেছে স্কয়ার টেক্সটাইলসের।

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রি হয়েছে ১ হাজার ৪৭২ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ১ হাজার ৩২১ কোটি টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৯৩ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৩১৯ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৯৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৭ টাকা ১৩ পয়সায়।

বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলসের বিক্রি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ২৬১ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ২৫৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৮ কোটি টাকা। মূলত উত্পাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণের কোম্পানিটির মুনাফা কমেছে। আর আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫০ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন