
বহুব্যবহূত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মেসেজিং অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি আসছে। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদান আরো নিরাপদ করতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। খবর সিনেট।
শিগগিরই অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের টেক্সট মেসেজের ক্ষেত্রে এনক্রিপশন প্রযুক্তি আসবে। এটি চালু হলে গুগল বা তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর মেসেজ পড়তে পারবে না।
গত বছর অ্যান্ড্রয়েড ফোনের মেসেজিং সেবাকে ঢেলে সাজিয়েছে গুগল। রসিদ পড়া ও সূচক টাইপ করার মতো আধুনিক বিষয়গুলো সেবাটিতে যোগ করেছে। আপডেটটি ‘রিচ কমিউনিকেশনস সার্ভিস’
বা আরসিএস নামের এক প্রযুক্তির বদৌলতে দিয়েছে গুগল।
২৫ বছরের পুরনো এসএমএস প্রক্রিয়ার বিকল্প হিসেবে আরসিএসকে প্রতিষ্ঠিত করতে চাইছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা আরসিএস পেয়েছেন।