
মূল ভূখণ্ড চীনের অব্যাহত চাপের মুখে বাণিজ্য সম্পর্ক জোরদারে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকটি সফল হয়েছে বলে দাবি তাইওয়ানের। খবর রয়টার্স।
ইকোনমিক প্রসপারিটি পার্টনারশিপ ডায়ালগ নামে বৈঠকটি সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি কিথ ক্রেচ, যিনি গত সেপ্টেম্বরে তাইপে সফরের মাধ্যমে বেইজিংকে ক্ষেপিয়ে দিয়েছিলেন। তাইওয়ানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন অর্থনীতিবিষয়ক উপমন্ত্রী চেন চার্ন-চাই, যিনি ওয়াশিংটনে তাইওয়ানের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
ওয়াশিংটনে তাইওয়ানের প্রতিনিধি দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একটি প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া শুরুর ব্যাপারে দুই পক্ষ এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি, সাপ্লাই চেইন পুনর্গঠন, ফাইভ জি নেটওয়ার্ক, ইনভেস্টমেন্ট রিভিউ, অবকাঠামো ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্যনিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।