
দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে বইবে ঊনপঞ্চাশ বাতাস। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’
ছবিটি এখন দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। ছবিটি এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ও আগামী ৬ ডিসেম্বর সিডনিতে ছবিটি মুক্তি দেয়া হবে। তথ্যটি টকিজকে নিশ্চিত করেন ছবির নির্মাতা ও নায়ক ইমতিয়াজ বর্ষণ। এটির আয়োজক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন (এবিসি ব্রিসবেন)। জানা যায়, সিডনিতে ছবিটি মুক্তির আয়োজন করেছেন বঙ্গজ ফিল্মস। প্রদর্শনী উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছে আয়োজকরা। সিডনিতে ছবিটি দেখতে আগ্রহীরা বঙ্গজ ফিল্মসের ওয়েবসাইটে গিয়ে অগ্রিম টিকিট কিনে রাখতে পারবেন।
গত ২৩ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। বর্তমানে স্টার সিনেপ্লেক্সে তিনটি শাখা ছাড়াও যমুনা ব্লকবাস্টার, চট্টগ্রামের সিলভারস্ক্রিন, সুগন্ধা এবং কক্সবাজারের স্কাই থিয়েটারে ছবিটি চলছে।
‘রেড অক্টোবর ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।