
আগামী বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভুট্টা ও সয়াবিনের ২০২১-২২ মৌসুম শুরু হবে। ওই মৌসুমে দেশটিতে দুটি কৃষিপণ্যের আবাদ এখনকার তুলনায় বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এগ্রিমানি।
চলতি ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ১০ লাখ একর ভুট্টা আবাদ হয়েছে। সয়াবিন আবাদ হয়েছে ৮ কোটি ৩১ লাখ একর জমিতে।
স্টোনএক্স গ্রুপের কমোডিটিজ শাখার প্রধান অর্থনীতিবিদ বলেন, ২০২১-২২ মৌসুমে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ২০ লাখ একর ভুট্টা আবাদ হতে পারে। সয়াবিন আবাদের আওতায় আসতে পারে ৮ কোটি ৯০ লাখ একর জমি।
অন্যদিকে ফিউচার্স ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিশ্লেষক টেরি রেইলি জানান, পরবর্তী মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টার আবাদ চলতি মৌসুমের তুলনায় সামান্যই বাড়তে পারে। কৃষিপণ্যটির আবাদের আওতায় জমির ব্যবহার হবে ৯ কোটি ১০ লাখ একরের কিছু বেশি। তবে ২০২১-২২ মৌসুমে যুক্তরাষ্ট্রে সয়াবিন আবাদের আওতায় জমির ব্যবহার বেড়ে ৮ কোটি ৯০ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।