যুব প্রতিবন্ধী জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে পঞ্চমবারের মতো যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আইসিটি চর্চা সম্প্রসারণ এবং বর্তমান সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশের উপযুক্ত মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির জন্য প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হচ্ছে।

গত শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রধান কার্যালয় ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর রংপুর বিসিসির আঞ্চলিক কার্যালয়গুলোয় প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং সহায়তাকারী প্রতিষ্ঠান ছিল সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)

চলতি বছর দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) মোট চারটি ক্যাটাগরিতে ১৫৭ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইন্টারনেট চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ২০ জনকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত প্রতিযোগীরা বিসিসি পরিচালিত বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবে এবং আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন