প্রতিশ্রুতি ভেঙে হংকং কর্তৃপক্ষকে ডাটা হস্তান্তর গুগলের

বণিক বার্তা ডেস্ক

গত বছরের জুনে নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করেছিল চীন সরকার। তখন হংকং কর্তৃপক্ষের ডাটা চেয়ে অনুরোধে সাড়া না দেয়ার প্রতিজ্ঞা করেছিল গুগল। কিন্তু সম্প্রতি এ ইঙ্গিত স্পষ্ট ওই প্রতিজ্ঞা একাধিকবার ভেঙেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।

হংকং ফ্রি প্রেসের প্রতিবেদন বলছে, গুগলের কাছে ৪৩টি অনুরোধ এসেছিল হংকং কর্তৃপক্ষের কাছ থেকে। গুগল এর মধ্যে তিনটি অনুরোধে সায় দিয়ে কিছু ডাটা দিয়েছে গত বছরের দ্বিতীয়ার্ধে। এর মধ্যে একটি পরিস্থিতিতে জীবন শঙ্কা ছিল এবং অন্য দুটির সঙ্গে মানব পাচারের সংশ্লিষ্টতা ছিল। মার্কিন এ সার্চ জায়ান্ট জানিয়েছে, মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অনুরোধ দুটি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জড়িত নয়। ডাটা হস্তান্তর অনুরোধ দুটি এ ব্যাপারে গুগলের বৈশ্বিক নীতি ও অনুসন্ধানী পরোয়ানার মাধ্যমে সমর্থিত।

তিন অনুরোধের কোনোটাতেই কন্টেন্ট হস্তান্তর করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সঙ্গ চুক্তি মেনেও অনুরোধ তিনটি করা হয়নি। গুগল আগে বলেছিল, অনুরোধ করার ক্ষেত্রে এ বিষয়টি থাকতে হবে। চুক্তির মাধ্যমে অনুরোধ না জানানো সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। কারণ চুক্তির মাধ্যমে অনুরোধ করলে ডাটা পেতে কয়েক মাস সময় লাগত। ফলে জরুরি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট অনুরোধের ক্ষেত্র ওই প্রক্রিয়া প্রয়োগ করাটা বাস্তবিক হতো না।

গুগল ও অন্যান্য প্রযুক্তি জায়ান্ট নিরাপত্তা আইন প্রশ্নে চীনে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত তা-ই উঠে এসেছে এ ঘটনায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন