নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন দাবিতে সমাবেশ

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে সমাবেশ হয়েছে। জি২০ সম্মেলন সামনে রেখে গতকাল বেলা ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি হয়। এ সময় বক্তারা গ্যাস বা হাইড্রোজেনে নয়, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবি জানান।




যৌথভাবে বেসরকারি উন্নয়ন সংগঠন প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), গ্রোথ ওয়াচ ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।


সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম নিয়ামক হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ২০৪১ সালের মধ্যে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। যেখানে ২০১৩ সালে দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ এসেছিল ১৩৯ কোটি ডলার। ২০২২ সালে সেটা দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ কোটি ডলারে। দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৮২ শতাংশই গ্যাস, কয়লা ও ডিজেলভিত্তিক। এর অধিকাংশই আমদানিনির্ভর। এ গ্যাস যাদের কাছ থেকে আমদানি করতে হয় তার অধিকাংশই জি২০ভুক্ত দেশ। এসব দেশের সরকারপ্রধানদের কাছে দাবি, গ্যাস, কয়লা, তেলভিত্তিক জ্বালানিতে বিনিয়োগ না করে, আমাদের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে নিয়োগ করুন।


বক্তারা আরো বলেন, বেসরকারি বিদ্যুৎ মকেন্দ্রগুলো সরকারের কাছে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার পাবে। বিপিসি জানিয়েছে, তাদের কাছে জ্বালানি তেল সরবরাহকারী কোম্পানিগুলোর পাওনা ১০ দশমিক ৬ কোটি ডলার। স্বল্প আয়ের দেশগুলোর ভাগ্য নির্ধারণে ভারতে বিশ্ব নেতারা এক হতে যাচ্ছে। বাংলাদেশও সেখানে আমন্ত্রিত। তাদের কাছে আমাদের দাবি, জীবাশ্ম জ্বালানিতে বন্ধ হোক বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি হোক সবার জন্য। তাদের বিনিয়োগ আমাদের জীবনকে ধ্বংস করছে, পরনির্ভরশীলতা বাড়িয়ে তুলছে। জীবাশ্ম জ্বালানি থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করার আহ্বান ও দাবি জানাচ্ছি।


ক্যাব সমন্বয়কারী রণজিৎ দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদা, আরোহীর নির্বাহী পরিচালক খোরশেদ আলম, এনভিএসের নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ।

Array ( [0] => photo_56_2.gif [1] => photo_37_2.png )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন