টানা তিন মাস কমেছে চ্যাটজিপিটির ব্যবহার

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, গত আগস্ট পর্যন্ত টানা তিন মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ পরিষেবার ব্যবহারকারী কমেছে।


গত মাসে চ্যাটজিপিটির ওয়েবসাইটে ট্রাফিক কমেছে ৩ দশমিক ২ শতাংশ। অর্থাৎ ১৪৩ কোটি ভিজিটর পেয়েছিল চ্যাটজিপিটি। যা আগের দুইমাসের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।


এর আগে মার্চ থেকে ওয়েবসাইট ব্যাবহারের সময়ও কমতে শুরু করেছে। ওই সময় ব্যবহারের গড় সময় ছিল ৮ দশমিক ৭ মিনিট। যা আগস্টে নেমে এসেছে ৭ মিনিটে।


প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী চ্যাটজিপিটির ট্রাফিক কমলেও সেপ্টেম্বরে শুধু যুক্তরাষ্ট্রে কিছুটা বেড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের কিছু বিদ্যালয় এ ওয়েবসাইট পুনরায় ব্যবহারের অনুমতি দিয়েছে।


অল্প বয়সী শিক্ষার্থীরা চ্যাটজিপিটি ব্যবহার করে বাড়ির কাজ তৈরি করে এমন কথা আসলে গল্পের মতো বলে মন্তব্য করেছেন সিমিলারওয়েবের ডেভিড এফ কার। তিনি মনে করেন, আগের মাসগুলোতে ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে।


এডিটিং থেকে শুরু করে কোডিং- দৈনন্দিন অনেক কাজেই ব্যাবহৃত হচ্ছে এ চ্যাটবট। এমনকি গল্প, কবিতার মতো সৃজনশীল লেখাও লিখছে।


চ্যাটজিপিটি চালু হওয়ার মাত্র দুই মাসে ব্যবহারকারী দাঁড়ায় প্রায় ১০ কোটি। বর্তমানে এটি বিশ্বের শীর্ষ ৩০ ওয়েবসাইটের একটি। 

Array ( [0] => photo_37_2.png [1] => photo_56_2.gif )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন