ইসরায়েলি হামলায় ৬ হিজবুল্লাহ সদস্য নিহত

বণিক বার্তা অনলাইন

ছবি:রয়টার্স

লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার (২১ অক্টোবর) এ হামলা চালানো হয়। ইরান সমর্থিত গোষ্ঠীটি দাবি করছে তাদের ছয় যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানায়, এক সেনাকে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। খবর রয়টার্স।


লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হয় বলে জানায় আইডিএফ।


এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া সংঘাতে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। আইডিএফ বলছে, গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে তাদের সাত সেনা নিহত হয়েছে।


হিজবুল্লাহ বলছে, শনিবারের ছয়জনসহ তাদের মোট ১৯ যোদ্ধা নিহত হয়েছেন।


সহিংসতায় রয়টার্সের একজন সাংবাদিকসহ অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।


হামাস ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করলে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের অধীনে রয়েছে গাজা। হামলার কারণ হিসেবে হামাস জানিয়েছিল, আল-আকসা মসজিদে হামলা ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে ‘অপারেশন সোর্ডস অব আয়রন’ শুরু করে।


গাজায় ইসরায়েলি হামলায় এক হাজার ৭৫৬ শিশু ও এক হাজার নারীসহ কমপক্ষে চার হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে এই সংখ্যা এক হাজার ৪০০ জনেরও বেশি।

Array ( [0] => photo_56_2.gif [1] => photo_37_2.png )

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন