নতুন ৩০৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

বণিক বার্তা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এমআইএস) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ২৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ২৯১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ০৯২ জন। বিভিন্ন বিভাগে ১৯৯ জন ভর্তি আছেন। 

সারা দেশে গত জানুয়ারি থেকে ১৪ হাজার ৮৩১ জন ডেঙ্গুজনিত রোগে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৮৩ জন। মারা গেছেন ৫৭ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন