সিল্করুট

সেকালের সংবাদ-সাময়িক পত্রে দিনাজপুর

শাকের আনোয়ার

ভূমিকম্প: দিনাজপুর জিলা হইতে আগত পত্রে লেখে যে সম্প্রতি এই স্থানে অনেকবার ভূমিকম্প হইয়াছে কিন্তু গত ২৬ তারিখের যে প্রকার ভূমিকম্প এমত আমার জ্ঞানগোচরে হয় নাই। ঘরের তাবৎ পাখা দেওয়ালগিরি কুঠরীস্থ তাবৎ দ্রব্যাদী এককালে কম্পান্বিত হইল কিন্তু গত মাসের ভূমিকম্পে যাদৃশ শব্দ হইয়াছিল তাদৃশ শব্দ এইবারের কম্পনে হয় নাই এবং তাহার কিঞ্চিত্কাল পরেই আরো একবার তদপেক্ষা অধিক ভয়ানক ভূমিকম্প হইয়া তিন মিনিট পর্যন্ত ব্যাপিয়া থাকিল।

সমাচার দর্পণ, সেপ্টেম্বর ১৮৩৩, ২৩ ভাদ্র ১২৪০

গ্রীষ্মকাল: দিনাজপুর সহরের উপরে, সামান্য যে কয়েকটি জলাশয় আছে, মার্ত্তন্ডেদেবর উগ্রকিরণে সেই সমস্তই শুষ্ক হইয়া গিয়াছে। জলাভাবে স্থানীয় লোকের বিশেষ কষ্ট এবং মিউনিসিপালিটি হইতে, রাস্তায় জল দেওয়ার কার্য্যও একরূপ বন্ধ হইয়াছে। মিউনিসিপালিটির কর্তৃপক্ষগণকে এই বিষয়ে দৃষ্টি করা উচিত।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ১ম সংখ্যা জ্যেষ্ঠ ১২৯২

পাটের দাম: গত বৎসর এই জেলায় প্রচুর পরিমাণে পাট উত্পন্ন হওয়ায় প্রায় তিন লক্ষ মণ পাট রেলওয়ে নৌকাযোগে কলিকাতায় রপ্তানি হইয়াছিল। কিন্তু কলিকাতায় পাটের দর সস্তা থাকায় প্রজারা পাট বিক্রয় করিয়া বিশেষ লাভ করিতে পারে নাই। বর্ত্তমান বৎসরে পাটের আবাদ অনেক কম হইয়াছে। পূর্ব্ব বৎসরে যে সকল জমিতে কৃষকেরা পাট আবাদ করিত তাহাতে বৎসর অধিকাংশ ধানই আবাদ করিয়াছে। ইংরাজি ১৮৮৩/৮৪ সালে, জেলায় পাট মণকরা তিন টাকারও অতিরিক্ত বিক্রয় হইয়াছিল। কিন্তু বৎসর দুই টাকার উর্ধ্ব দর হয় নাই।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ২য় সংখ্যা আষাঢ় ১২৯২

ফের ভূমিকম্প: বিগত ১২ই ৩১শে আষাঢ় এবং তত্পর / দিন অন্তর প্রায় ভূমিকম্প হইয়া আসিতেছে, চর্তুদ্দিকে যেরূপ হুলুস্থূল পড়িয়া গিয়াছে দিনাজপুরে এখনও সেরূপ কিছু হয় নাই। তবে কাহারও একটি মাটির কোঠা বা একটি দালান মাত্র ফাটিয়া গিয়াছে।...

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ৩য় সংখ্যা শ্রাবণ ১২৯২

বিবাহ আত্মহত্যা: অত্র জেলার অধীন রাজারামপুর থানার এলাকাভুক্ত গোপালপুর গ্রামে বিগত ৮ই শ্রাবণ বৃহস্পতিবার কাঁকড়া সাহা নামক জনৈক পলিয়ার [একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী] দ্বিতীয় পক্ষের স্ত্রী উদ্বন্ধনে প্রাণত্যাগ করিয়াছে। উক্ত পলিয়ার ভয়স আন্দাজ ৬০/৭০ বৎসর স্ত্রীর বয়স ১৭/১৮ বৎসর হইবেক(!) তাই বলি, বন্ধুগণ, বৃদ্ধ বয়সে বিবাহ করিলেই এইরূপ শোচনীয় ঘটনা ঘটিয়া থাকে।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ৩য় সংখ্যা শ্রাবণ ১২৯২

বৃষ্টি চাষাবাদ: বাঙ্গালার সকল স্থানেই সুবৃষ্টি হইয়াছে, ফসলের অবস্থা ভাল। দিনাজপুর রঙ্গপুর জেলার ভাদই ইত্যাদি ধান্য উত্পন্ন হইয়াছে। আমন ধানের চাষ বেশ চলিতেছে, রোয়ার কার্য্য প্রায় শেষ হইয়া আসিল। যে রূপ বৃষ্টি হইতেছে যদি আশ্বিন মাসের শেষ কার্ত্তিকের প্রথমে কিছু জল হয় তাহা হইলে বৎসর প্রচুর পরিমাণ ধান্য হইবার সম্ভব।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ৪র্থ সংখ্যা ভাদ্র ১২৯২

অগ্নিকাণ্ড: গত ২১শে মাঘ মঙ্গলবার রাত্রিতে সহরের মধ্যস্থলে গণেশতলাতে আগুন লাগিয়া / খানা ঘর ভস্মীভূত হইয়া গিয়াছে এবং ওই সময় অত্র সহরের প্রায় এক ক্রোশ দক্ষিণে মাসীমপুর গ্রামে আগুন লাগিয়া চামারূ মিস্ত্রী প্রভৃতির / খানা বাড়ি সেই সঙ্গে বিস্তর ধান পোড়া গিয়াছে। অগ্নিদেবের লোলজিহ্বা হইতে আপন ঘর দরজা রক্ষা করিতে গিয়া উক্ত চামারূ মিস্ত্রী চালের উপরে উঠিতে তাহার হাত, পা পুড়িয়া গিয়াছে এবং তাড়াতাড়ি চাল হইতে নামিতে গিয়া মাথা ফাটিয়া গিয়াছে। মাথার আঘাত অতীব শোচনীয়, এতক বাঁচিয়া আছে, শেষ ফল কি হইবে ঈশ্বরই জানেন।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ৯ম সংখ্যা মাঘ ১২৯২

রেলযাত্রীর সুবিধা: দিনাজপুর ব্রাঞ্চ লাইনে দিবসে যে ট্রেন ১২টার সময় এখান হইতে খোলা হইত, গত ১লা ফেব্রুয়ারি হইতে সেই ট্রেন ১০টার সময় খোলা হইতেছে, এবং দিনাজপুর হইতে দক্ষিণ অঞ্চলে যাতায়াতকারী যাত্রীগণের পার্বতীপুর স্টেশনে নামিয়া যে অপরিসীম লাঞ্ছনা ভোগ করিতে হইত ওই তারিখ হইতে তাহাও ঘুচিয়া গিয়া উক্ত যাত্রীগণের বড়ই সুবিধার কারণ হইয়াছে।...আক্ষেপের বিষয় এই যে পার্বতীপুর রেলস্টেশনের টিকিট কালেক্টর ভিস্তিওয়ালা বুক ফুলাইয়া চোখ ঘুরাইয়া যে বাহাদুরি দেখাইত, তাহাদের উভয়েরই সেই বাহাদুরির লাঘব হইয়া গেল।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ৯ম সংখ্যা মাঘ ১২৯২

পুকুরে মৃত্যু: বিগত ১লা ফাল্গুণ অত্রত্য রাজবাটীর অন্দরমহলের একটি পরিচারিকা রাজবাটীর অন্দরমহলের নিকটবর্ত্তী একটি পুষ্করণীতে পড়িয়া মরিয়া গিয়াছে। পরিচারিকতার বাড়ি রাজবাটীর নিকট থাকায়, উক্ত পরিচারিকা আপন বাটীতে গিয়া থাকিবে বিবেচনায় কেহ বড় একটা খোঁজখবর লয় নাই। পরদিন উপযুক্ত সময়েও পরিচারিকা আপন ওয়াদার কার্য্য নির্বাহের জন্য কার্য্যক্ষেত্রে পহছিলনা বলিয়া খোঁজ হইতে আরম্ভ হইল এবং দেখা গেল যে হতভাগিনী জলে পড়িয়া প্রাণত্যাগ করিয়াছে। ঘাটলার ঘাট একপিঁড়ি, দুইপিঁড়ি করিয়া ইচ্ছামতো নামাওঠার বেশ সুবিধা থাকা সত্ত্বেও এইভাবে মৃত্যু। নিয়তিঃ কেন বাধ্যতে।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ১০ম সংখ্যা ফাল্গুণ ১২৯২

অদ্ভুত বাছুর: এই সহরের উত্তরদিকস্থ হাড়ীপাড়া নিবাসী চন্দ্র সিংহ নাম জনৈক গৃহস্থের একটি গাভী গর্ভবতী ছিল। বিগত ৩রা বৈশাখ উক্ত গাভীর প্রসববেদনা উপস্থিত হয়; দিনকাল দুঃসহ যন্ত্রণার পর ৪ঠা বৈশাখ অদ্ভুত রকমের একটি মৃত এঁড়ে বাছুর প্রসব করিয়া গাভীটি রক্ষা পাইয়াছে। বাছুরের মুখের আকৃতি ঠিক বানরের মুখের মতো, মাথাটি মানুষের মতো, নাসিকার ঠিক উপরের দিকে, কপালের নিম্নপ্রান্তে মধ্যস্থলে একটিমাত্র চক্ষু হইয়াছিল, সমস্ত শরীরে হাড় নাই, কেবল শরীরেরর সংযোগ (গ্রন্থি) স্থলে একটু উপাস্থি ছিল। কান দুইটি গরুর কানের মতোই, কিন্তু মস্তকের পিছন দিকে হইয়াছিল।

দিনাজপুর মাসিক পত্রিকা, ১ম বর্ষ ১২শ সংখ্যা বৈশাখ ১২৯৩

 

শাকের আনোয়ার: প্রাবন্ধিক